১৯৩৯ সালে প্রতিষ্ঠিত সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক হিসেবে সেনানিবাস গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল। সুদীর্ঘ ৮৩ বছরে পদার্পন করল এ স্কুলটি। দীর্ঘ এ পথচলায় বিদ্যাপীঠটি দিয়েছে অগণিত আলোকিত মানুষ যাদের পরশে মেধায়-মননে আজ সমাজ ও জাতি উপকৃত হচ্ছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘রেক্সওয়া’ স্কুল ও কলেজের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকে বিগত দুই দশক ধরে আলোচিত হয়ে আসছে। ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক স্কুল অধিগ্রহণের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও কলেজের এক যুগ পূর্তি অনুষ্ঠান উদযাপন করে যথাক্রমে ২০০২ ও ২০১০ সালে। মূলতঃ এ ধরণের অনুষ্ঠান সারাদেশের ক্যান্টনমেন্ট সমূহের শিক্ষার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে। ‘রেক্সওয়া’ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রাণপ্রিয় বিদ্যাপীঠকে আপন করে নিয়ে এগিয়ে যাচ্ছে যা নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। সাম্প্রতিক কালে রেক্সওয়া মেধা বৃত্তি বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শিক্ষা ক্ষেত্রে প্রনোদনা ছাড়াও স্কুল কলেজের সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে নব প্রজন্মকে উদ্দীপনামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছে যা সত্যিই উৎসাহের নবধারা তৈরীর একনিষ্ঠ প্রয়াস।
“সতীর্থ রমিজউদ্দিন” নামে প্রকাশিত এলামনাইদের স্মরণিকাটি একটি তথ্য সমৃদ্ধ চমৎকার ম্যাগাজিন যার মাধ্যমে ফুটে উঠেছে রেক্সওয়ার কল্যাণমুখী নানাবিধ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন। স্কুল ও কলেজকে নিয়ে রেক্সওয়ার পথচলা অতীব প্রশংসনীয়। আগামীতেও সম্মিলিত ভাবে এমন অগ্রযাত্রায় সম্পৃক্ত হবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। সে সাথে এলামনাইদের সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরো জোড়ালো হবে নিঃসন্দেহে। রেক্সওয়ার বর্তমান গতিশীল নেতৃত্ব উত্তরোত্তর সাফল্যের সিঁড়ি বেয়ে আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা রইল।

ড. মোঃ হুমায়ুন কবীর

প্রাক্তন অধ্যক্ষ

শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ

ঢাকা সেনানিবাস, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *