শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘রেক্সওয়া’ এর যাত্রা শুরু হয় ২০০২ইং সালে। প্রথম পুণর্মিলনী’০২ অনুষ্ঠানের পর আমরা একটি অভিজ্ঞতা অর্জন করি। তখন কিছু উদ্দেশ্য ও লক্ষ্য সামনে রেখে আমরা পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের স্বপ্ন ও লক্ষ্য ছিল আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক ও সৌহার্দ্যের সেতুবন্ধন রচনা করা, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কল্যাণ সাধন ও সহায়তা প্রদানে ভূমিকা রাখা, প্রাক্তন শিক্ষকদের সহায়তা ও আনুকূল্য প্রদান, শিক্ষা ও মনন চর্চায় উপযুক্ত পদক্ষেপ গ্রহন, সেবা ও কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম সম্পাদন ও পরিচালনা।
সুদীর্ঘ প্রতীক্ষার অবসানকল্পে নতুন কার্যকরী পরিষদ দ্বিতীয় পুণর্মিলনী’০৯ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করে। এছাড়া কলেজের ১ যুগ পূর্তি উপলক্ষ্যে ২০১০ইং জানুয়ারীতে স্কুল কলেজের সমন্বয়ে আরেকটি মিলন মেলার আয়োজন করা হয়। প্রতিবারের পুনর্মিলনীর লক্ষ্যই হচ্ছে স্মৃতি ভরাতুর প্রীতিময়তায় আনন্দ-সম্মিলনের মাধ্যমে এই মহৎ কর্ম প্রয়াসের সঙ্গে আমাদের সবাইকে কম-বেশী যুক্ত করা। রেক্সওয়ার উদ্যোগগুলো সফল করার পেছনে যারা সক্রিয় ছিলেন, পুনর্মিলনীতে যোগ দিয়ে একে সফল করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
রেক্সওয়া ডাইরেক্টরী প্রকাশনা একটি অতি মহৎ উদ্দ্যোগ। স্বাধীনতার পর ১৯৭১ইং হতে ২০১৩ইং পর্যন্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নাম, ঠিকানা, ছবি সম্বলিত পরিপূর্ণ ডাটাবেজ তৈরী একটি কঠিন ও দুঃস্বাধ্য কাজ। এ দূরহ অভিযানের কান্ডারী হিসেবে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি হলেন এ স্কুলের প্রাক্তন ছাত্রীড. মোঃ কামরুজ্জামান কায়সার (ব্যাচ’৮০)। তার পিতা এ স্কুলেরই প্রাক্তন ধর্মীয় শিক্ষক ছিলেন যিনি আমাদের সবার কাছে অত্যন্ত নায়ার শ্রদ্ধার পাত্র। প্রয়াত শিক্ষক আলহাজ মাওলানা লুৎফুর রাহমান স্যার ছাত্র-শিক্ষকদের ভাসে মাঝে সেতুবন্ধনের দিকপাল হিসেবে চিহ্নিত হয়ে আছেন। শত ব্যস্ততার মাঝে থেকেও তাঁর সুযোগ্য পুত্র ড. কায়সার যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন তা নিঃসন্দেহে ⇒ আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
পরিশেষে আমার আবেদন শহীদ রমিউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল আপনাদেরই প্রতিষ্ঠান। এই সংগঠনকে এগিয়ে নিতে হবে আপনাদেরই। তাই আসুন, সবাই প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রেক্সওয়াকে কর্মতৎপর একটি অনন্য সাধারণ সংগঠনে পরিণত করি।
মোঃ আব্দুল আউয়াল, এম.এ (ফার্স্ট ক্লাশ), এম.এড. (এডমিন)
জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক
প্রাক্তন প্রধান শিক্ষক
শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল
ঢাকা সেনানিবাস, ঢাকা।